গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরাকার
উপজেলা সমবায় কার্যালয়
বন্দর, নারায়ণগঞ্জ
সিটিজেন চার্টার
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
ক্র:নং |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র /আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
উধ্বতন কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
1 |
সমবায় সমিতির নিবন্ধন প্রদান |
আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে |
|
উপজেলা সমবায় কার্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ। |
ক) নিবন্ধন ফিঃ জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে ৫০০০/- টাকা, কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষেত্রে ১০০০/- টাকা, অন্যান্য প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে ৩০০/- টাকা এবং দারিদ্র বিমোচনের আওতায় সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে ৫০ টাকা ট্রেজারী চালান মূলে সরকারী কোষাগারে পরিশোধযোগ্য।
খ) ভ্যাটঃ নির্ধারিত নিবন্ধন ফি এর উপর ১৫% হারে ভ্যাট ট্রেজারী চালান মূলে সরকারী কোষাগারে পরিশোধযোগ্য।
|
উপজেলা সমবায় কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ। 02-7661433
|
জেলা সমবায় কর্মকর্তা নারায়ণগঞ্জ। 02-7635026 dco_narayanganj@yahoo.com |
2 |
সমবায় সমিতির উপ-আইন সংশোধন |
আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে
|
|
উপজেলা সমবায় কার্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ। |
-- |
উপজেলা সমবায় কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ। 02-7661433 |
জেলা সমবায় কর্মকর্তা নারায়ণগঞ্জ। 02-7635026 dco_narayanganj@yahoo.com |
০৩ |
সমবায় সমিতির নিরীক্ষা সম্পাদন |
সংশ্লিষ্ট অর্থ বছরের জুলাই মাস হতে মার্চ মাস পর্যন্ত (০৯ মাস) |
০১. সমবায় সমিতির হিসাব বিবরণী, ০২. লেনদেন সংক্রান্ত যাবতীয় খাতাপত্র, ০৩. অডিট অফিসার কর্তৃক চাহিত অন্যান্য রেকর্ডপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ০৪. সমিতির সভার কার্যবিবরণী সমূহ। |
সংশ্লিষ্ট সমবায় সমিতির কার্যালয় সমূহ |
নীট লাভ হলেঃ ০১. নিরীক্ষা ফি ও ভ্যাট ক) সমবায় সমিতির ১০০ (একশত) টাকা নীট মুনাফা বা উহার অংশের জন্য ১০ টাকা হারে প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে সর্বোচ্চ ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং জাতীয় ও কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষেত্রে ০১ কোটি টাকা নীট মুনাফা পর্যন্ত সর্বোচ্চ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, ০১ কোটি টাকার উর্ধ্বে ০২ কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং ০২ কোটি টাকার উর্ধ্বে সর্বোচ্চ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা নিরীক্ষা ফি পরিশোধযোগ্য। খ) নিরীক্ষা ফি এর উপর ১৫% হারে ভ্যাট পরিশোধযোগ্য। পরিশোধ পদ্ধতিঃ ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে পরিশোধযোগ্য। ০২. সমবায় উন্নয়ন তহবিলঃ প্রত্যেক সমবায় সমিতি প্রতি সমবায় বর্ষে উহার নীট মুনাফার উপর ৩% হারে সমবায় উন্নয়ন তহবিল (সিডিএফ) পরিশোধযোগ্য। পরিশোধ পদ্ধতিঃ ‘‘কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ফান্ড- ঢাকা বিভাগ, সঞ্চয়ী হিসাব নং- 0310129147, জনতা ব্যাংক লিঃ, শ্যামলী শাখা, ঢাকা অনুকূলে ডিডি এর মাধ্যমে পরিশোধযোগ্য। |
উপজেলা সমবায় কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ। 02-7661433
|
জেলা সমবায় কর্মকর্তা নারায়ণগঞ্জ। 02-7635026 dco_narayanganj@yahoo.com |
04 |
সমবায় সমিতির অর্ন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ |
কমিটির মেয়াদ উত্তীর্ণের পরপর |
সমিতির রেকর্ডপত্র / উপজেলার সমবায় কার্যালয়ের রেকর্ডপত্র অনুযায়ী। |
উপজেলা সমবায় কার্যালয় বন্দর, নারায়ণগঞ্জ। |
-- |
উপজেলা সমবায় কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ। 02-7661433 |
জেলা সমবায় কর্মকর্তা নারায়ণগঞ্জ। 02-7635026 dco_narayanganj@yahoo.com |
05 |
প্রশিক্ষণ (সমবায় সমিতির সদস্যদের মধ্যে)
|
০১ (এক) দিন
|
প্রশিক্ষণ মডিউল |
উপজেলা সমবায় কার্যালয়, বন্দর কর্তৃক সমবায় সমিতি সদস্যদের মনোনয়ন মোতাবেক |
প্রশিক্ষণ প্রদানকারী কর্মকর্তাদের সম্মানী এবং অংশগ্রহণকারী সমবায়ীদের জন্য সমবায় দপ্তর হতে কাগজ, কলম, ফোল্ডার ও ভাতা প্রদান করা হয়। |
উপজেলা সমবায় কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ। 02-7661433 |
জেলা সমবায় কর্মকর্তা নারায়ণগঞ্জ। 02-7635026 dco_narayanganj@yahoo.com |
|
প্রশিক্ষণ (সমবায় সমিতির সদস্যদের মধ্যে) ঃ
|
১৫ (পনেরো) দিন ১০ (দশ) দিন ০৫ (পাঁচ) দিন ০৫ (পাঁচ) দিন ০৫ (পাঁচ) দিন ০৫ (পাঁচ) দিন ০৫ (পাঁচ) দিন ০৫ (পাঁচ) দিন ০৫ (পাঁচ) দিন |
প্রশিক্ষণ মডিউল |
উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক সমবায় সমিতির সদস্যদের মনোনয়ন মোতাবেক |
বাংলাদেশ সমবায় একাডেমী কোটবাড়ী, কুমিল্লা ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, নরসিংদীতে সমবায় অধিদপ্তর কর্তৃক নির্ধারিত হারে সমবায়ীদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করা হয়। |
উপজেলা সমবায় কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ। 02-7661433 |
জেলা সমবায় কর্মকর্তা নারায়ণগঞ্জ। 02-7635026 dco_narayanganj@yahoo.com |